খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা

Jan 21, 2025 - 08:44
 0  1
খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা
ছবি : সংগৃহীত

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সাহিদুর রহমান। মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে সবশেষ সাক্ষী হিসেবে আংশিক সাক্ষ্য দেন তিনি। 

এই মামলায় আগামী ২৯ জানুয়ারি বাকি সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করবেন খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করবেন আদালত। 

মামলার অভিযোগে বলা হয়, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন করে আসামিরা। দুর্নীতির অভিযোগে দুদকের তৎকালীন সহকারী পরিচালক বাদী হয়ে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন। 

২০০৮ সালের ৫ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের তৎকালীন সহকারী পরিচালক তদন্ত শেষে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে আসামি পক্ষের আইনজীবী জানান এখন পর্যন্ত দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। প্রত্যাশা করেন রায় ঘোষণার দিন মামলা থেকে অব্যাহতি পাবেন খালেদা জিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow