আমতলীতে ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Jan 21, 2025 - 08:51
 0  1
আমতলীতে ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ছবি : যমুনা টাইমস

মো. তৌফিকুর ইসলাম, বরগুনা

বরগুনার আমতলীর খেকুয়ানী বাজারের ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানাগেছে, খেকুয়ানী বাজারের চৌরাস্তার উত্তর দিকে রাত ১টা ১৫ এর দিকে বেল্লালের চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এতে নুর আলম. এাহিন, জামাল, ইমরান, বেল্লাল, সজরুল পরিমল, রুস্তম মৃধা, মনির, সোহাগ, ছত্তার হেলাল দেলোয়ারের  দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট্ সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী জামাল বলেন, বেল্লালের  চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিয়ে ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখায় ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের গাড়ী খেুকুয়ানী ঝুকি পূর্ন ব্রিজ দিয়ে না আসতে পারার কারনে এতোগুলো ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে।

মুদি ব্যবসায়ী শাহিন কান্নাজনিত কন্ঠে বলেন, মোর সব শ্যাষ হইয়া গ্যাছে। মুই জীবনে য্যা কামাই হরছি হ্যা সব পুইরা ছাই অইয়্যা গেছে। মোর নগদ দের লক্ষ টাকাসহ অন্তত ৮ লক্ষ টাকার মালামাল পুইরা গ্যাছে।

ফায়ার সার্ভিসৈর ওয়েয়ার হাউজ ইন্সপেক্টর মো. হানিফ বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট্ সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow