ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতাকে অব্যাহতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. সোহান মোল্লাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রদল।
সোমবার (২০ জানুয়ারি) রাতে জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গোপালগঞ্জ জেলাধীন টুঙ্গিপাড়া উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. সোহান মোল্লাকে সংগঠনবিরোধী কর্মকাণ্ড করার জন্য যুগ্ম আহবায়ক পদ থেকে অব্যহতি প্রদান করা হইলো।
পত্রে আরও বলা হয়, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে যুগ্ম আহবায়ক মো. সোহান মোল্লার সঙ্গে সাংগঠনিক কোন কর্মকাণ্ড না করার জন্য অনুরোধ করা হইলো।
এর আগে সোমবার রাতে উপজেলার গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. সোহান মোল্লাকে ২০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে টুঙ্গিপাড়া থানায় মামলার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সংগঠনবিরোধী কোন কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যে কারনে সোহান মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। আমাদের একটাই কথা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কারও স্থান ছাত্রদলে হবে না।
What's Your Reaction?