খোলাবাজারে বিনামূল্যের বই জব্দ, কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে : ডিবি
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুতকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় দুই ট্রাকভর্তি ১০ হাজার বই জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাতে বাংলাবাজারের ইস্পাহানি গলির বইয়ের একটি গোডাউন থেকে জব্দ করা হয় প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির এসব বই। চক্রটির সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বা ছাপাখানার কেউ জড়িত রয়েছে কী-না খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া জব্দ করা বইগুলোর বিষয়ে আদালতকে অবগত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী এনসিটিবিকে হস্তান্তর করা হবে।
গ্রেপ্তার দুজন হলেন- সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫), দেলোয়ার হোসেন (৫৬)।
নাসিরুল ইসলাম বলেন, বইগুলো পরিবহনের জন্য যাদের দায়িত্ব দেয়া হয়, একটা চক্র বইগুলো নিয়ে যায়। এরপর অতিরিক্ত বইগুলো এনে খোলা বাজারে বিক্রি করে দেয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
অতিরিক্ত বই ছাপানোর সুযোগ রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ১১৬টি প্রেসে বই ছাপানো হয়। ঢাকার বাংলাবাজার এবং ঢাকার বাইরেও কয়েকটি প্রেসে ছাপানো হয়। যারা সরকারি কার্যাদেশ পেয়ে থাকে। অতিরিক্ত বই ছাপানোর সুযোগ আছে কি-না বিষয়টা তদন্তাধীন। যদি অনুসন্ধানে পাই অতিরিক্ত বই ছাপানো হয়েছে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
What's Your Reaction?