গোপালগঞ্জ শহরে সুনসান নীরবতা, টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

Jul 17, 2025 - 02:12
 0  4
গোপালগঞ্জ শহরে সুনসান নীরবতা, টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে টানা ৪ ঘণ্টা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বর্তমানে সুনসান নীরবতা বিরাজ করছে জেলা শহরে।

শহরে থমথমে পরিবেশ বিরাজ করতে থাকে। শহর ফাঁকা হয়ে যায়। মানুষের চলাচল সীমিত হয়ে আসে। দোকানপাট দুপুর থেকে বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর শহর নিরব হয়ে পড়ে। তখন থেকে মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সীমিত আকারে রিকশা চলাচল করলেও ইজিবাইক বা কোন যানবাহ চোখে পড়েনি। শহরের স্পর্শকাতর স্থানে ইট ভাঙ্গা, কাঠ, বাঁশ, টায়ার পুড়ানো ছাই দেখা গেছে। অনেক স্থানে সংঘর্ষে ব্যবহৃত সরঞ্জাম পড়ে ছিল। তবে রাতে শহরে আইনশৃঙ্খলা বাহিনী চোখে পড়েনি। রাস্তাঘাট ছিল একেবারেই ফাঁকা।

রাত সোয়া ৮টার দিকে এনসিপির সমবেশস্থল শহরের পৌর পার্কের পাশে দিনমজুর মো. টুটুলের সঙ্গে কথা হয়। অনেকটা আতঙ্ক নিয়ে তিনি বলেন, শহরের বেদ গ্রামে থাকি। দিনমজুরের কাজ করি। কাজ করে বাড়ি যাচ্ছি। আজকের ঘটনার পর শহরে দিয়ে হাটতে ভয় লাগছে।

রিকশাচালক সোহেল বলেন, দিনে রাজমিস্ত্রির কাজ করি। সন্ধ্যার পর রিকশা চালাই। কিন্তু আজকে প্যাসেঞ্জার নেই। আয় রোজগার হচ্ছে না। তারপরও আতঙ্কের মধ্যে রাতে রিকশা চালাচ্ছি।

রাজমিস্ত্রির সহকারী সুমন শেখ বলেন, কাজ করতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। এখন বাড়ি ফিরছি। শহরে যে ঘটনা ঘটেছে, তাতে শহরে চলতে ভয় লাগছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow