জয়পুরহাটে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ২

Apr 15, 2025 - 21:47
Apr 15, 2025 - 21:48
 0  9
জয়পুরহাটে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ২
ছবি : সংগৃহীত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে বনখুর এলাকায় ৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৫ টার দিকে সদর উপজেলার বনখুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার আরাফাত নগর এলাকার মৃত শাহাজাহান আলীর ছেলে মোঃ জুলহাস (৩২) এবং জেলার পাঁচবিবি থানার পশ্চিম কোড়িয়া এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ কাজল ইসলাম (৩১)।

গ্রেপ্তারকৃত আসামী জুলহাস এবং কাজল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামী জুলহাস এবং সোহাগ এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

র‌্যাব জানায়, জয়পুরহাট জেলার সদর থানাধীন বনখুর এলাকায় মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জুলহাস এবং কাজল কে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীদ্বয়ের নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানায় র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow