অভিযোগপত্র দাখিল, শেখ হাসিনাসহ আসামি ১৩৬ জন

Oct 9, 2025 - 13:34
 0  4
অভিযোগপত্র দাখিল, শেখ হাসিনাসহ আসামি ১৩৬ জন
ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই শিক্ষার্থী হত্যা মামলায় ১৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। চার্জশিটে অভিযুক্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে।

এ ছাড়া অভিযুক্তদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদের নাম রয়েছে।

গত মঙ্গলবার রাতে পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা এ চার্জশিট আদালতে দাখিল করেন।

তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা জানান, তদন্ত শেষে মামলার সব তথ্য-উপাত্ত যাচাই করে ১৩৬ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩৫ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং বাকিরা পলাতক। 

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি  গোলাম সরওয়ার খান জুয়েল বলেন, তদন্ত কর্মকর্তা মঙ্গলবার রাতে চার্জশিট দাখিল করেছেন বলে ফোনে জানিয়েছেন। তবে এখনও চার্জশিটের অনুলিপি হাতে পাইনি। মামলার এজাহারের কারও নাম বাদ না দিয়ে আরও ৩৪ জনকে নতুন করে আসামি করা হয়েছে বলে জেনেছি।

জানা গেছে, মামলার এজাহারে প্রাথমিকভাবে ১০৩ জনের নাম ছিল। তদন্তে এদের মধ্যে একজনের স্বাভাবিক মৃত্যু হওয়ায় বাদ দেওয়া হয়। তবে ৩৪ জনকে নতুন করে অভিযুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হোসেন নিলয় নিহত হন। ঘটনার ছয় দিন পর ১০ আগস্ট নিহত জাহিদুলের বাবা দুলাল উদ্দিন সদর থানায় মামলা করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow