ঝালকাঠিতে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে আহত শিক্ষার্থীর মৃত্যু

May 1, 2025 - 18:37
 0  3
ঝালকাঠিতে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে আহত শিক্ষার্থীর মৃত্যু
ছবি : সংগৃহীত

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় অটোরিক্সার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত সবুরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান মুনা (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে ২৯ মার্চ বিকেলে ছোট ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় চলন্ত অটোরিক্সার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মুনা।

মুনা কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া (মুন্সিরাবাদ) গ্রামের সৌদি প্রবাসী মো. লোকমান হোসেনের মেয়ে।

নিহতের চাচা জাকির হোসেন দুলাল জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে মুনাকে রাজাপুর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ও পরে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মুনা মারা যায়।এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় কাঁঠালিয়ার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow