ঢাকায় আসছেন বিশ্বজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফু

Nov 6, 2025 - 23:30
 0  4
ঢাকায় আসছেন বিশ্বজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফু
ছবি : সংগৃহীত

ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে এএফবি ল্যাটিন-বাংলা সুপার কাপ ফুটবল। এই বিশেষ আয়োজনটির দায়িত্ব নিয়েছে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড (এএফবিপিআইএল)। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ঢাকা জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠবে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের।

এবারের আসরে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ফুটবল ইতিহাস সমৃদ্ধ ব্রাজিল এবং আর্জেন্টিনার তিনটি দল। প্রতিটি দলই নিজেদের দেশের অফিসিয়াল জার্সি পরে মাঠে নামবে। এরই মধ্যে সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদন দিয়েছে বলে নিশ্চিত করেছে আয়োজক সংস্থা।

সবচেয়ে বড় চমক, ব্রাজিল দলের সঙ্গে থাকছেন ফুটবল বিশ্বের কিংবদন্তি ও দু’বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মার্কোস ইভানজেলিস্তা দা মোরায়েস কাফু, যিনি বিশ্বজুড়ে পরিচিত কাফু নামেই। তার উপস্থিতি স্থানীয় দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে দেখা দিতে পারে।

বাংলাদেশের দল গঠিত হবে দেশের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে। তিন দলই পরস্পরের বিপক্ষে একবার করে খেলবে, অর্থাৎ রাউন্ড-রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।

আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টুর্নামেন্ট নিয়ে বিস্তৃত আনুষ্ঠানিক ঘোষণা দেবে আয়োজক এএফবিপিআইএল। এ ছাড়াও ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ঢাকা জাতীয় স্টেডিয়াম সুপার কাপ আয়োজনে বরাদ্দ নেয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow