তিন ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশের তারকা ফুটবলার সাগরিকা

Jul 17, 2025 - 20:01
 0  3
তিন ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশের তারকা ফুটবলার সাগরিকা
ছবি : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনার মধ্যেই বড় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশ ও নেপালের দুই খেলোয়াড়। বাংলাদেশের তারকা ফুটবলার মোসাম্মৎ সাগরিকা এবং নেপালের সিমরান, উভয়কেই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং ৫০০ ডলার করে জরিমানা করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচের ৫৪ মিনিটে, যখন সাগরিকা ও সিমরান দুজনেই সরাসরি লাল কার্ড দেখেন। সাধারণত লাল কার্ডের জন্য পরের এক ম্যাচে নিষেধাজ্ঞা থাকে। তবে রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এই দুই খেলোয়াড়কে গুরুতর শাস্তি দিয়েছে।

গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যার কাছে পাঠানো এক চিঠিতে সাফ এই শাস্তির কথা জানায়। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে এত বড় শাস্তি পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কিছুটা বিস্মিত হয়েছে।

বাফুফে এই শাস্তির বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ আপিল করতে গেলে তাদের আরও কয়েকশো ডলার জমা দিতে হবে। সাগরিকাকে জরিমানা করা হলেও, বাফুফেই এই অর্থ পরিশোধ করবে। ধারণা করা হচ্ছে, টুর্নামেন্টের স্বাগতিক হিসেবে সাফ থেকে বাফুফেকে যে আর্থিক অনুদান দেয়া হচ্ছে, সেখান থেকেই এই জরিমানার অর্থ সমন্বয় করা হতে পারে।

এই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাগরিকা ভুটানের বিপক্ষে আজকের ম্যাচে খেলতে পারবেন না। এছাড়া, শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচেও তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলকে। আগামী ২১ জুলাই নেপাল-বাংলাদেশ ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত ফাইনাল হতে পারে এবং সেই ম্যাচেই সাগরিকা মাঠে ফিরতে পারবেন।

এদিকে, নেপালের ডিফেন্ডার সিমরানই এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছিলেন বলে জানা গেছে। তা সত্ত্বেও সাগরিকার সমান শাস্তি পাওয়ায় বাফুফে সাফের সিদ্ধান্তে কিছুটা হতাশ হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow