দলে না থাকার কারণ জানালেন জাহানারা
ওয়েস্ট সফরের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি। রাখা হয়নি জানাহারা আলমকে। তাহলে কি আবারও কোনো কারণে দল থেকে বাদ পড়লেন জাহানারা! এ নিয়ে ক্রিকেটাপাড়ায় চলছিল নানা গুঞ্জন। সেই সব থামিয়ে দলে না থাকার কারণ জানালেন অভিজ্ঞ এই পেসার।
জাহানারা বর্তমানে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির প্রিমিয়ার লিহে সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন। জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ তার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে এবং তাকে জাতীয় দল থেকে বিরতি নিয়ে প্ররোচিত করেছে।
ক্রিকবাজকে জাহানারা বলেছেন, ‘আমি সব ধরণের ক্রিকেট থেকে বিরতি নিইনি, শুধু বাংলাদেশ জাতীয় দল থেকে কিছু সময়ের জন্য বিরতি নিয়েছি। এই আমি তাদের (বিসিবি) জানিয়েছি তবে এটি সব ধরণের ক্রিকেট থেকে বিরতি নয়। তাহলে আমি এখানে (অস্ট্রেলিয়ায়) খেলতে পারব না। আমি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলব।’
লাল-সবুজের জার্সিতে ৫২টি একদিনের ম্যাচ খেলেছেন জাহানার আলম। তার ঝুলিতে রয়েছে ৪৮টি উইকেট। ৮৩ টি-টোয়েন্টি খেলা জাহানারার এই ফরম্যাটে উইকেট সংখ্যা ৬০টি।
What's Your Reaction?