দুর্গাপুরে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে নারীদের বিক্ষোভ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির নেতাকর্মীদের নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারীরা।
সোমবার (২৬ মে) দুপুরে পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব মোড়ে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এই কর্মসূচিতে হাজারো নারী অংশ নেন।
মানববন্ধনে জাহানারা বেগম বলেন, ষড়যন্ত্র করে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। শুধু তাই নই মুলত বিএনপির রাজনীতি থেকে জামাল উদ্দিন মাস্টারসহ অন্যাদের কুলষিত করার জন্য কৌশলে তাদের নাম ব্যবহার করা হয়েছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবী জানাই।
আফরোজা আক্তার বলেন, গত বৃহস্পতিবার (২২ মে) রাতে আব্বাস নগর গ্রামে সংঘঠিত বাড়িঘর ভাংচুর, আহত ও নিহতের ঘটনায় আমার স্বামী তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মুলত ঘটনার দিন সে নেত্রকোনা জেলা শহরে ছিল। যার সিসিটিভি ফুটেজ আছে। আমার স্বামীসহ বিএনপি নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে আমি প্রত্যাহারের দাবী জানাই।
এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, শ্যামলী বেগম, হাসিনা আক্তার, তানজিনা আক্তার, সাবিনা বেগম, মুন্নি আক্তার, জমিলা খাতুন, তাহেরা বেগমসহ অনেকেই।
What's Your Reaction?






