দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে জাতিসংঘে পাকিস্তান-বাংলাদেশের অঙ্গীকার

Jul 29, 2025 - 18:14
 0  2
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে জাতিসংঘে পাকিস্তান-বাংলাদেশের অঙ্গীকার
প্রতীকী ছবি

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বাংলাদেশ ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের আয়োজিত দুই রাষ্ট্রভিত্তিক সম্মেলন বা ‘টু-স্টেট সল্যুশন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে বৈঠকে এ প্রতিশ্রুতি আসে।

বৈঠকে আলোচনায় আসে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার, উচ্চপর্যায়ের সফর ও জনগণ পর্যায়ে বিনিময় বাড়ানোর পরিকল্পনা, গাজায় চলমান মানবিক সংকট ও ইসরায়েলি আগ্রাসনের নিন্দা এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি। গণ-আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর এটি চতুর্থ উচ্চপর্যায়ের বৈঠক, যা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের মধ্যে নতুন গতি সৃষ্টি করেছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

এদিকে গত সপ্তাহে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ঢাকায় সফর করেন।কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর পাকিস্তানি কূটনীতিক ও পণ্যের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে বাংলাদেশ।

দুই দেশ এখন অতীতের বিরোধ পেরিয়ে উন্নয়ন, বাণিজ্য ও কৌশলগত স্বার্থে সহযোগিতামূলক কূটনীতি গড়ে তুলছে।চীনের প্রভাব বৃদ্ধি ও সা’র্ক-এর মতো আঞ্চলিক জোটগুলোর গুরুত্ব কমে যাওয়ার প্রেক্ষিতে উভয় দেশ পররাষ্ট্র নীতি নতুনভাবে সাজাচ্ছে। এই ধারাবাহিক সংলাপ দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক ভারসাম্য গঠনে সহায়ক হতে পারে বলে পর্যবেক্ষকদের মত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow