ডিমলায় মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

Jul 29, 2025 - 18:20
 0  4
ডিমলায় মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি : সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার একটি মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুলাই) উপজেলার একটি জনবহুল এলাকায় এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়, যা মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পেট্রোল পাম্পের সংরক্ষিত জ্বালানিতে ছড়িয়ে পড়ে এবং চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পেট্রোল পাম্পের বেশ কয়েকটি যন্ত্রাংশ, একটি মোটরসাইকেল এবং একটি পার্শ্ববর্তী দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে, কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের বসতবাড়িগুলো।

পাম্প কর্তৃপক্ষের ধারণা, ইলেকট্রিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

বারবার এমন দুর্ঘটনার আশঙ্কা থাকায় এলাকাবাসী মিনি পেট্রোল পাম্পগুলোকে নিয়মিত মনিটরিং ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow