নীলফামারী পৌরসভার উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Jul 17, 2025 - 20:20
 0  4
নীলফামারী পৌরসভার উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
ছবি : সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে নীলফামারী পৌরসভার উদ্যোগে।

বৃহস্পতিবার বিকেলে (১৭জুলাই) শহরের কুখাপাড়াস্থ ঘটনাস্থলে গিয়ে প্রত্যেক পরিবারকে ২৫হাজার করে টাকার চেক তুলে দেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম।

এ সময় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, পৌরসভার প্রধান সহকারী আমিরুল হক ও অফিস সহকারী রানা ইসলাম উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক ও নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন পরিবারগুলো। পৌরসভার জরুরী ত্রাণ তহবিল হতে পরিবারগুলোকে ১লাখ ২৫হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রসঙ্গত বুধবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। এতে আবু বকর সিদ্দিক, নুর আলম সিদ্দিক, শাহিনুর আলম, সহিদার রহমান সহিদ ও রতন আলীর আটটি ঘর ভষ্মিভুত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় পরিবারগুলোর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow