ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে চামড়া শিল্প শ্রমিকদরে বিক্ষোভ
চামড়া শিল্পের শ্রমিকরা তাদের দাবি আদায়ে সোচ্চার হয়ে উঠেছেন। সম্প্রতি সরকার কর্তৃক ঘোষিত ৫টি গ্রেডে ন্যূনতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের জন্য তারা আন্দোলন শুরু করেছেন।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকার সাভারের চামড়া শিল্প নগরীতে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের দাবি, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি দ্রুত বাস্তবায়ন করা হোক, কারণ তিন বছর ধরে তাদের বেতন বৃদ্ধি হয়নি। এতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। বিক্ষোভের অংশগ্রহণকারীরা জানান, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এমনকি আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তবে, ট্যানারি মালিকদের সংগঠন ‘লেদার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কমিটি’ (এলআইডিসি) সরকারের ঘোষিত ন্যূনতম মজুরির বিপক্ষে অবস্থান নিয়েছে। কমিটির সভাপতি মজিবুর রহমান বলেন, এভাবে ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা সম্ভব নয়। এতে অধিকাংশ ট্যানারি বন্ধ হয়ে যাবে। তিনি দাবি করেন, আগে শ্রমিক, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের আলোচনা করে মজুরি নির্ধারণ করা হতো, কিন্তু এবার তা হয়নি।
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, সরকার ২১ নভেম্বর মজুরি ঘোষণার পর থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু মালিকপক্ষ তা বাস্তবায়ন করছে না। তিন বছর ধরে শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়নি, অথচ বাজারদর বাড়ছে।
বিক্ষোভের সময় এক নারী শ্রমিক ঝর্ণা বলেন, বর্তমানে আমি ১০ হাজার টাকা বেতন পাই, কিন্তু এই বেতনে সংসার চলে না। সরকার পাঁচটি গ্রেডে মজুরি ঘোষণা করলেও মালিকপক্ষ তা বাস্তবায়ন করছে না।
শ্রমিকদের আরও কিছু দাবিও রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
শ্রম আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন
প্রতিটি শ্রমিককে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান
স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ বন্ধ
শ্রমিকদের জন্য স্বল্পমূল্যের ক্যান্টিন ও আবাসন ব্যবস্থা চালু
আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা
কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করা
ট্যানারি শিল্পে সামাজিক সম্মতি (সোশ্যাল কমপ্লায়েন্স) নিশ্চিত করা
শ্রমিকরা জানান, যদি তাদের দাবি পূর্ণ না হয়, তারা আরো ব্যাপক আন্দোলনে নামবেন।
What's Your Reaction?