পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল জামায়াতসহ ৮ দল
গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি জমা দেয়।
এর আগে সকালে মতিঝিল শাপলা চত্বর এলাকায় জড়ো হন জামায়াতসহ আট দলের নেতা-কর্মীরা। তারা পদযাত্রা নিয়ে পল্টন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সেখান থেকে স্মারকলিপি দিতে দুপুর সাড়ে ১২টার দিকে যমুনার দিকে পদযাত্রা শুরু করেন আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
মৎস্য ভবন এলাকায় পৌঁছলে পদযাত্রাটি পুলিশের বাধার মুখে পড়ে। এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ আট দলের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যান।
What's Your Reaction?

