পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়ক অবরোধ

Jan 30, 2025 - 07:45
 0  4
পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়ক অবরোধ
ছবি : সংগৃহীত

রাজধানীর শিক্ষা ভবনের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অবস্থান নেন তারা। এর আগে চাকরি ফিরে পাওয়ার দাবিতে পুলিশ হেডকোয়ার্টারের থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। পরে শিক্ষা ভবনের সামনে গেলে আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত সদস্যদের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছেন তারা। অন্তবর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন চাকরি ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি করেন তারা।

এ সময় সাবেক পুলিশ সদস্যরা জানান, বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহাল না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow