ফকির লালনের ১৩৬তম তিরোধান দিবস, ভক্ত ফকির বাউলে মুখর সাঁইজির বারামখানা

Oct 18, 2025 - 01:38
 0  3
ফকির লালনের ১৩৬তম তিরোধান দিবস, ভক্ত ফকির বাউলে মুখর সাঁইজির বারামখানা
ছবি : সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

বাউল সম্রাটখ্যাত ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে শুক্রবার পহেলা কার্তিক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি মুখর হয়ে উঠেছে ভক্ত, গুরু, সাধকদের পদচারণায়। এ দিন সারাদেশে একযোগে স্মরণ করা হয় বাংলার মাটিসংলগ্ন এই মহান দার্শনিককে। তারই অংশ হিসেবে সাঁইজির বারামখানাখ্যাত ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছে লালন স্মরণোৎসব; যা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।

উৎসব উপলক্ষে এ দিন সকাল থেকেই আখড়াবাড়িতে ছিল ভক্ত আর সাধু, বাউল ফকিরদের মিলনমেলা। বিকেলের পর এ ভিড় বাড়তে থাকে বহুগুণ। সন্ধ্যার পর যেন মানুষের স্রোত নামে আখড়াবাড়িমুখী সব সড়কে। আখড়াবাড়ির মূল আঙিনা এবং মরা কালিগঙ্গা নদীর তীরে বিস্তীর্ণ মাঠ যেন উপচে পড়ছে মানুষে।

এ দিন বিকেলে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে আখড়াবাড়িসংলগ্ন মরা কালীগঙ্গা নদীর তীরে উন্মুক্ত মঞ্চে ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, কবি ও চিন্তক ফরহাদ মজহার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। মুখ্য আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক গায়ত্রী চক্রবর্তী। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসান আরেফিন।

মুখ্য আলোচক গায়ত্রী চক্রবর্তী বলেন, লালন ফকির ছিলেন একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ; যিনি সব কিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন, মানুষকে ভালোবেসেছেন।

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, ‘এবার জাতীয়ভাবে লালনের তিরোধান দিবস পালন হচ্ছে। এটা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও মিশে গেছে। গয়ত্রী চক্রবর্তী এ মাটিতে আসার মাধ্যমে এবার লালন দিবস আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে গেছে। লালনকে নিয়ে গবেষণার অনেক কিছু বাকি আছে।’

উপদেষ্টা ফরিদা আক্তার তাঁর বক্তব্যে স্মরণ করেন লালনকন্যা খ্যাত প্রয়াত শিল্পী ফরিদা পারভীনকে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘লালন ছিলেন একজন সহজ মানুষ। তাঁকে সারা বিশ্বের মানুষ আজ চেনে। এবার জাতীয় অনুষ্ঠান হচ্ছে। এটা আগামীতে আরও বড় পরিসরে পালন হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow