ফরিদপুরে উদ্যোক্তা ও সোশ্যাল বিজনেস বিষয়ক সভা অনুষ্ঠিত
মিজানুর রহমান মিজান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই উদ্দীপক ঘোষনাকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) প্রণয়নকৃত তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত উদ্যেক্তা ও সোশ্যাল বিজনেস বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলাস্থ সকল স্কুল ও কলেজ আয়োজিত এই আলোচনা সভায় সরকারী নগরকান্দা মহাবিদ্যালয়ের ভারপাপ্ত অধ্যক্ষ শাহানা শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবীর।
বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সফল উদ্যেক্তা, মার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, অবিভক্ত সালথা নগরকান্দা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ সহ নগরকান্দার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সমৃদ্ধ দেশ গড়ায় প্রত্যয়ে তরুনদের উদ্যোক্তা হওয়া গুরুত্ব তুলে ধরেন।
সভায় বক্তারা যুব ও ছাত্রসমাজকে চাকরীর পিছনে না ঘুরে উদ্যেক্তা হওয়ার আহবান জানান তারা।
What's Your Reaction?