বরগুনার আমতলীতে ১ নারীকে কুপিয়ে আহত

Jan 27, 2025 - 12:56
 0  5
বরগুনার আমতলীতে ১ নারীকে কুপিয়ে আহত
ছবি : যমুনা টাইমস

মো. তৌফিকুর ইসলাম, বরগুনা

বরগুনার আমতলী পৌরসভার ওয়াপদা সড়ক এলাকায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে এক নারীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

আমতলী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভা ১ নং ওয়ার্ডের ওয়াপদা সড়ক চৌরাস্তা এলাকার  আব্দুর রাজ্জাক হাওলাদার (৪৫) ও তার ভাই সোহরাব মিয়ার কন্যা রিতা বেগম (৩০)ও রিতার স্বামী কবির এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।

এই বিরোধীয় জমিতে ২৬ তারিখ রোববার মো. কবির (৪০) ও রিতা (৩০) ঘর তুলিতে গেলে আব্দুর রাজ্জাকের বোন কহিনুর বেগম বাঁধা দিতে গেলে  তাকে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং কহিনুরের কানে থাকা স্বর্নের কানবালা জোরপূর্বক নিয়ে যায়, এ সময় কহিনুর বেগমের ডাকাডাকিতে স্থানীয়রা চলে আসলে কবির ও রিতা ওখান থেকে চলে যায়।

তখন স্থানীয়রা কহিনুর বেগমকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।কহিনুর বেগম আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আমতলী হাসপাতাল সূত্রে জানা যায় কহিনুর বেগমের মাথায় কোপ ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমের চিন্থ রয়েছে।

ভূক্তভোগি আব্দুর রাজ্জাক বলেন, গত ২৪ তারিখ আমাদের জমিতে কবির ও রিতা ঘরতুলতে গেলে আমরা আইনগত ব্যবস্থা নেয়ার জন্য  আমতলী থানায় লিখিত অভিযোগ দিলে থানা পুলিশ তাদের ঘর তুলতে নিষেধ করেন এবং স্থানীয় ভাবে ফয়সালা করার জন্য উভয় পক্ষকে বলে আসেন। কিন্তু কবির ও রিতা ২৬ তারিখ  রবিবার থানা পুলিশের কথা অমান্য করে জোর পূর্বক ঘর উত্তোলর করতে যায় তখন আমার বোন কহিনুর বাধা দিতে গেলে তাকে পিটিয়ে কুপিয়ে আহত করে আমি এ ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে কবির (৪০) এর কাছে জানাইলে তিনি তাদের  বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow