ফরিদপুর জিলা স্কুলের বর্ষপূর্তি ও পুনর্মিলনীর রেজিস্ট্রেশন সময় বাড়লো আরও ৫ দিন

Dec 8, 2025 - 12:48
 0  4
ফরিদপুর জিলা স্কুলের বর্ষপূর্তি ও পুনর্মিলনীর রেজিস্ট্রেশন সময় বাড়লো আরও ৫ দিন

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের মুখে ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসবের রেজিস্ট্রেশনের সময়সীমা ৫ দিন বাড়াল উদযাপন পরিষদ।
 
গতরাতে (৭ ডিসেম্বর) ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বর্ষপূর্তি ও পুনর্মিলনী ২০২৫ এর উদযাপন পরিষদের সদস্য সচিব ওয়াহিদ মিয়া কুটি জানান, রেজিস্টেশন প্রক্রিয়ায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়ায় আমরা অভিভূত।
 
ওয়াহিদ মিয়া কুটি জানান, এই উৎসবে অংশ নিতে রেজিস্ট্রেশনের জন্য গতকাল রোববার ছিল শেষ দিন। 
কিন্তু ব্যাপক প্রচার প্রচারণার কারণে অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী দূর দুরান্ত থেকে উৎসবে অংশ নিতে আন্তরিক আগ্রহ দেখায়। নানা কারণে যারা পারেননি তাদের যোগাযোগ ও অনুরোধের প্রেক্ষিতে রেজিস্ট্রেশনের সময়সীমা ১২ ডিসেম্বর, ২০২৫ শুক্রবার রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত নির্ধারণ করা হলো।

এ সময় ওয়াহিদ মিয়া কুটি আশা করেন, সবার প্রাণবন্ত অংশগ্রহণে এবারের বর্ষপূর্তি ও পুনর্মিলনী একটি স্মৃতিময় বর্ণিল ও আন্তরিকতার মিলনমেলা হয়ে উঠবে।

উল্লেখ্য, আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি উদযাপন ও পুনর্মিলনীর উদ্যোগ নেয় সাবেক শিক্ষার্থীরা।

দুই দিনব্যাপী উৎসবে থাকছে আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, স্থানীয় ও জাতীয় শিল্পীদের কবিতা, নৃত্য, সংগীত, বাঁশি, কমেডি, জাদু প্রদর্শনী ও রাফেল ড্রসহ নানাবিধ আয়োজন।

সমাপনী সন্ধ্যায় থাকছে নগর বাউল খ্যাত জেমসসহ দেশের সেরা সেরা ব্রান্ড ও শিল্পীদের সঙ্গিত পরিবেশনা।

উৎসবে অংশ নিতে রেজিস্ট্রেশন লিংক fzsaa.org।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow