ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে : অতিরিক্ত আইজিপি

Dec 21, 2025 - 17:24
 0  2
ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে : অতিরিক্ত আইজিপি
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো মূল অভিযুক্ত ফয়সাল ইসলামের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে; এখনও সবশেষ অবস্থান নিশ্চিত নয়, তবে বিভিন্নভাবে গোয়েন্দারা এ বিষয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এদিকে, ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন রাত ৯ টায় আসামির বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোটরসাইকেল, আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, হাদিকে গুলি করতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার আব্দুল হান্নানকে জামিন দেয়া হয়েছে। ফয়সালকে দেশ থেকে পালাতে সহযোগিতা করা জড়িতদের সন্দেহে সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিমকে ফের ৫ দিনের রিমান্ড দেয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow