বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা

বাগেরহাট প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩২ বরণ করেছে বাগেরহাটবাসী।
জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) র্যালি ও আলোচনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রা র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়।
জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি দপ্তরের কর্মকর্তারা, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।
আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। এ আনন্দ শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
What's Your Reaction?






