বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করা হবে : শামা ওবায়েদ

Oct 18, 2025 - 00:18
 0  3
বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করা হবে : শামা ওবায়েদ
ছবি : সংগৃহীত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শুক্রবার (১৭ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দায় আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। মেধাবী ও যোগ্য খেলোয়াড়রা উপেক্ষিত থেকেছে, আর অযোগ্যরা দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতায় সুযোগ পেয়েছে।”

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও বিএনপির নির্বাচনী ইশতাহারে ক্রীড়াঙ্গনের উন্নয়নের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খেলাধুলাকে পুনরুজ্জীবিত করে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা হবে। নারীদের অংশগ্রহণ নিশ্চিতও বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।

নগরকান্দা উপজেলা বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow