বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

Jan 18, 2025 - 12:46
 0  2
বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

তিনি জানান, গত ২ জানুয়ারি দুদক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

মামলার উল্লেখ করা হয়েছে, মাসুদ বিশ্বাস নিজের নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। সেগুলো ভোগদখল করায় তিনি অন্যায় করেছেন এবং যা শাস্তিযোগ্য অপরাধ। আর এ কারণে দুদক তার বিরুদ্ধে মামলা করেছে।

এদিকে গত বছরের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ পাওয়ার পর দুদক চার সদস্যদের একটি কমিটি গঠন করে এবং অনুসন্ধানে নামে সংস্থাটি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow