দেশের মানুষ ভারতকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না : নুর
দেশের মানুষ ভারতকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর।
শনিবার (১৮ জানুয়ারি) গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুরের গঙ্গাচড়ায় মাল্টিপারপাস হলরুমে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।
ভারতকে কড়া হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের বিএসএফের সঙ্গে গোলাগুলি হচ্ছে। সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা করছে। আমাদের কিছু ভূমি দখলের পায়তারা তারা করছে। কারণ শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদেরকে এই সুযোগ দিয়েছিল।’
ভারতের উদ্দেশে নুর বলেন, ‘আপনাদের পালিত গোলাম ফ্যাসিস্ট সরকারের পতনের পর আপনারা বাংলাদেশ নিয়ে যে খেলা শুরু করেছেন এই খেলা বন্ধ করুন। অন্যথায় আপনাদের জন্য সেটা শুভ হবে না। আমাদের দেশে একটা লাশ পড়লে তাদের দুইটা লাশ ফেলতে হবে।’
নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগ এখন একটি মরা লাশ। জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে তারা ক্ষমতার লোভে একনায়কতন্ত্র কায়েম করেছিল। দেশে গণতন্ত্র এখন নামমাত্র। বিরোধী দল ও মতকে দমন করার জন্য সরকার প্রশাসন ও জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে তারা ক্ষমতার লোভে একনায়কতন্ত্র কায়েম করেছিল। দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে। তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। নতুন করে নির্বাচনে অংশ গ্রহণের অধিকার আওয়ামী লীগের নেই।’
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘শুধু ভোট আর নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে জায়গা থেকেই এই গণঅভ্যুত্থান হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে।বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সভায় বিশেষ ঘোষণায় নুরুল হক নুর রংপুর-১ আসনের উচ্চতর পরিষদ সদস্য এবং গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়কারী হানিফ খান সজীবকে ট্রাক প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
উচ্চতর পরিষদ সদস্য এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়কারী হানিফ খান সজীবের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ।
আরও উপন্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খোকন, হাজী মো. কামাল হোসেন, আমিনুল ইসলাম, এরশাদুল হক , মামুনুর রশিদ, রাকিবুল ইসলামসহ রংপুর বিভাগীয় নেতারা।
What's Your Reaction?