বিয়ের ১৪ দিন পর জেলে যান মানিক, ফিরলেন ১৬ বছর পর

Feb 3, 2025 - 02:15
 0  20
বিয়ের ১৪ দিন পর জেলে যান মানিক, ফিরলেন ১৬ বছর পর
ছবি : যমুনা টাইমস

মোঃ হাবিব, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দা মোতাহার হোসেন মানিক বিডিআরে যোগ দেন। এরপর বাড়িতে এসে পরিবারের পছন্দে বিয়ে করেন। বিয়ের ১৪ দিনের মাথায় আটকা পড়েন পিলখানা হত্যাকাণ্ডের মামলায়। তারপর একে একে কেটে যায় ১৬টি বছর।

তবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে মুক্তি পান তিনি। দেড় দশক পর স্বামীকে কাছে পেয়ে স্ত্রী বেবী আক্তারের কান্না যেন থামছেই না। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় মায়ের কোলে ফেরেন সাবেক এই বিডিআর জওয়ান।

এলাকাবাসী ফুলের মালা দিয়ে মোতাহারকে বরণ করে নেয়। এরপর তাকে মিষ্টিমুখ করানো হয়।

এ সময় তার মা মুক্তা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বুকের ধন ফিরে পেয়েছি। আর যেন কোনো মাকে এভাবে কষ্ট ভোগ করতে না হয়।

মোতাহার হোসেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও কচুবাড়ী জোতপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে। বাড়ি ফিরে বাবাকে না পেয়ে মোতাহার কান্নায় ভেঙে পড়েন। তিন বছর আগে তার বাবা মারা যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow