বীরগঞ্জে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

May 26, 2025 - 15:17
 0  5
বীরগঞ্জে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন
ছবি : সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে পাওনা টাকা ও জমি সংক্রান্ত বিবাদ, সহোদর বড় ভাই কর্তৃক পরিবারসহ ছোট ভাইকে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন।

বীরগঞ্জ প্রেসক্লাবে সোমবার (২৬ মে) সকাল ১১ টায় মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ হাট চান্দিনায় বসবাসকারী আলহাজ্ব নুরুল হকের ছোট ছেলে দেলোয়ার হোসেন গোলাপগঞ্জ হাটের সাবেক ইজারাদার বড় ভাই মোশাররফ হোসেনেরে বিরুদ্ধে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, আমরা স্ব স্ব পরিবার পরিজন নিয়ে পাশাপাশি বসবাস এবং পৃথক পৃথক ব্যবসা করি। আমার সহোদর বড় ভাই মোশারফ হোসেন এক বছর পুর্বে ৭ লাখ টাকা স্বাক্ষীগনের উপস্থিতিতে হাওলাত অর্থাৎ কর্জ নেয়। হাওলাত নেয়া ৭ লাখ টাকা দিচ্ছি দিব বলে কাল ক্ষেপন করে চলেছে। আমার পাওনা টাকা দিচ্ছে না।

বিষয়টি আমার বোন-ভগ্নিপতি, আত্মীয় স্বজন, এলাকার স্থানীয় সুনামধন্য ব্যক্তিবর্গ  অনেকে অবগত আছেন। পাওনা টাকা দিচ্ছেই না বরং টাকা চাইতে গেলে আমাকে গালমন্দ, মারপিট, জখম  করার একাধিক ঘটনা ঘটেছে। হত্যা করার হুমকি দিচ্ছে। সম্প্রতি পরিস্থিতি বেসামাল এবং পারিবারিক কলহ ভয়াবহ আকার ধারন করায় ২৩ মে বীরগঞ্জ থানায় ১০৭৯ নম্বর সাধারণ ডাইরী করি। 

সাধারণ ডায়েরি করার কারণে ক্ষিপ্ত হয়ে ২৫ মে দুপুরে আমার ভাই মোশারফ, ভাবী ইয়াসমিনসহ বেশ কয়েকজন লাঠিসোটা দা, কুড়াল, ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়ির দিকে অগ্রসর হয়, আমাদের উপর আক্রমন চালানোর চেষ্টা করে কিন্তু প্রতিবেশীদের বাধার মুখে পিছু হঠতে বাধ্য হয়। 

প্রতিপক্ষ আমার ভাই মোশারফ হোসেন একজন প্রতারক, ঠক, হিংসুটে, মিথ্যুক, নারী নির্যাতনকারী, মামলাবাজ।

চাতুরতার মাধ্যমে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা আনয়ন করেছে, আমাকে উচ্ছেদ করে সমুদয় সম্পত্তির মালিক হওয়ার দিবাস্বপ্ন দেখছে, যা কখনো বাস্তবায়ন করা সহজ ও সম্ভব নয়। 

দেলোয়ার হোসেন জানান বর্তমান পরিস্থিতি চরম আকার ধারণ করেছে যে কোনো মুহূর্তে আমিসহ আমার পরিবারকে খুন যখন হত্যা করতে পারে মর্মে আশঙ্কা করছি। তাই আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন সঙ্গে ছিলেন তার বড় বোন নুর নাহার, ভগ্নিপতি আব্দুল মালেক সহ প্রতিবেশীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow