ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমি মেলা

May 26, 2025 - 14:03
 0  12
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমি মেলা
ছবি : সংগৃহীত

ফয়সাল সিকদার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা। রোববার (২৫ মে) সকালে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী। তিনি বলেন, “ভূমি সেবায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধি করাই এ মেলার মূল লক্ষ্য। মানুষ যেন সহজে ও স্বচ্ছভাবে ভূমি সংক্রান্ত সেবা পায়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কসবা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল খায়ের স্বপন, উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম হারুনুর রশিদ ঢালি, সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা হিজবুল্লাহ হেলালী, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম সারোয়ার এবং উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow