ব্রাহ্মণবাড়িয়ায় সহকারী ট্রেন চালকের ঝুলন্ত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ বাসা থেকে এক সহকারী ট্রেন চালকের ঝুলন্ত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পৌর এলাকার মসজিদপাড়ার একটি বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।
৪৭ বছর বয়সী এনামুল হক কুষ্টিয়ার মীরপুর বারইপাড়ার লুৎফুর রহমানের ছেলে। পেশায় সহকারী ট্রেন চালক এনামুল মসজিদপাড়ায় ভাড়া বাসাটিতে একাই থাকতেন।
ওসি মো. ছমিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েকদিন এনামুল বাসা থেকে বের হতে দেখেননি স্থানীয়ররা। বাসার দরজা বন্ধ ও ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় বৃহস্পতিবার রাতে তারা বিষয়টি পুলিশকে জানান।
“পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি রেলওয়ে থানার বাহিরে হওয়ায় বিষয়টি আমাদের বাহিরে। মৃত্যুর পরিবারের পক্ষ থেকেও আমাদের কাছে কোনো অভিযোগ দেয়নি। এটা আখাউড়া থানা পুলিশ তদন্ত করছে।”
আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বলেন, “শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মৃতের পরিবারের লোকজন কোনো অভিযোগ করেননি। আমরা একটি অপমৃত্যুর মামলা নিয়েছি।”
What's Your Reaction?






