মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৫০

Jan 18, 2025 - 12:41
 0  3
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৫০
ছবি : সংগৃহীত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার সলিথা ও মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ২০টিরও বেশী ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাতে সলিথা গ্রামে ওয়াজ মাহফিল হয়। সে সময় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামের কয়েকজন বাসিন্দার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর আজ সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পঞ্চাশ জনেরও বেশি আহত হন। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাছাড়া অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow