কিশোরগঞ্জে মাছ কেটে স্বাবলম্বী ৫০ পরিবার
কিশোরগঞ্জ শহরে অন্যের মাছ কেটে স্বাবলম্বী প্রায় ৫০টি পরিবার। প্রতিদিনেই পরিবার প্রতি আয় হচ্ছে হাজার টাকা। অন্যদিকে, ক্রেতারাও খুশি খুব সহজেই অল্প টাকায় মাছ কেটে নিতে পেরে।
বাজার থেকে ক্রেতারা মাছ কিনে পাশেই ধারালো বটি নিয়ে বসে থাকা মাছ কাটিয়াদের কাছে দিচ্ছেন। তারা মাছ কেটে, ধুয়ে পরিষ্কার করে ব্যাগে ভরে দিচ্ছেন। বিনিময়ে মাছের আকারভেদে নির্ধারিত পরিমাণ টাকা দিয়ে ক্রেতারা সেই মাছ বাড়িতে নিয়ে যাচ্ছেন। এমন চিত্র কিশোরগঞ্জ শহরের পুরানথানা মাছ মহল বাজারে।
কিশোরগঞ্জের এই বাজারে অন্যের মাছ কাটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন প্রায় ৫০টি পরিবার। অনেকে এখন এই কাজ করে স্বাবলম্বী। ক্রেতারা বলছেন, বাড়িতে মাছ কাটা ঝামেলা, তাই বাজার থেকে কেটে নিয়ে গেলে স্বস্তি মিলছে।
মাছ কাটিয়ারা জানান, আকার ভেদে মাছ কেটে মিলে ২০ থেকে ৫০ টাকা। আর দৈনিক আয় হাজার টাকা ছাড়িয়ে যায়।
What's Your Reaction?