মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তার মাদক সেবনের ছবি ভাইরাল

পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার নিজেই মাদক সেবন করছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যা নিয়ে চলছে তুমুল সমালোচনা।
একটি ফেসবুক পোস্টটিতে বলা হয়েছে, “এই সেই স্বৈরাচারের দোসর, যার খ্যাতির শেষ নেই! মাদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা নিজেই যদি মাদক সেবন করেন, তাহলে তার বিচার কী হওয়া উচিত?”
অভিযোগ উঠেছে এই কর্মকর্তা মাদক সেবন কারিকে গ্রেপ্তার করে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেন, আবার মাদক দিয়ে সাধারণ নিরীহ মানুষকে ধরে এনে তাদেরকে রিকোভারারী দিয়ে হয়রানি করেন।
মাদক ব্যবসায়ীরা তার চাহিদা মতো টাকা না দিলে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। এমনকি মাদক ব্যবসায়ীদের পরিবারকে হুমকি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ছড়িয়ে পড়ার পর, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।
স্থানীয়দের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে এটি পুরো মাদকবিরোধী কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করবে। অন্যদিকে, কেউ কেউ বিষয়টি সঠিকভাবে তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং যথাযথ তদন্ত করে দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে এই বিষয়ে প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে পিরোজপুরবাসী। সত্য উদঘাটন করে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সর্বমহল থেকে।
What's Your Reaction?






