মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় গাইবান্ধার নাফিস

Jan 29, 2025 - 12:00
 0  7
মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় গাইবান্ধার নাফিস
ছবি : যমুনা টাইমস

মো. শুভ ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি

কৃষক পরিবারের সন্তান শাহরিয়া নাফিস। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এবার তিনি নোয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামে তার বাড়ি। কৃষক আতিকুর রহমান প্লাবন ও গৃহিনী নার্গিস আক্তার দম্পতির একমাত্র ছেলে শাহরিয়া। ছোটবেলা থেকে পড়ালেখায় আগ্রহী ছিলেন নাফিস।

তার শিক্ষাজীবন শুরু হয় বাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে বাগুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পলাশবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। উভয় পরীক্ষায় তিনি জিপিএ ৫ পেয়ে সাফল্য অর্জন করেন।

এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে নোয়াখালী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন শাহরিয়া। তার এই সাফল্যে এলাকাবাসী অবাক হয়েছেন।

শাহরিয়া জানান, মনোভাব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ যখন পড়াশোনা করে এবং অদম্য চেষ্টা করে, তখন সাফল্য অর্জন করা সম্ভব। আমি নিজে তার বাস্তব প্রমাণ। আমি মেডিকেল পড়াশোনা করে ডাক্তার হয়ে দেশ ও জাতির মঙ্গলে কাজ করব, ইনশাআল্লাহ।

নাফিসের বাবা আতিকুর জানান, বর্তমান সাংসারিক পরিস্থিতি মোকাবিলা করেও ছেলেকে সাহস জুগিয়েছি। এক সময় আমরা হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু আমার অদম্য মেধাবী ছেলে নাফিস হাল ছাড়েনি এবং মেডিকেল ভর্তি কোচিং এ ভর্তি হয়েছিল। প্রথমবারেই মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নোয়াখালী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। আমার পাশাপাশি, নাফিসের তিন মামারও অনেক সহায়তা রয়েছে তার এই সাফল্যের পেছনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow