বেতনের দাবি ও কোচ ইস্যুতে নারী ফুটবলারদের বিদ্রোহ

Jan 29, 2025 - 11:54
 0  10
বেতনের দাবি ও কোচ ইস্যুতে নারী ফুটবলারদের বিদ্রোহ
ছবি : সংগৃহীত

আগামী মাসে দুইটি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশের জাতীয় দলের নারী ফুটবলাররা। এর আগে প্রস্তুতির অংশ হিসেবে ১৫ জানুয়ারি জাতীয় নারী দলের ক্যাম্প শুরু হয়েছে। এতদিন সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনে অনুশীলন চলছিল। এরপর প্রধান কোচ পিটার বাটলার ইংল্যান্ড থেকে ঢাকায় আসেন সোমবার রাতে। তবে তার আগে জাতীয় নারী দলের ফুটবলাররা আবারও অনুশীলন বয়কট করেছেন। 

বাফুফে সূত্রের খবর, এই বৃটিশ কোচ আসার পর মঙ্গলবার তার অধীনে প্রথম অনুশীলনে অংশ নেননি সিনিয়র ফুটবলাররা। এমনকি দীর্ঘদিন পর ক্যাম্পে ফিরে মেয়েদের সঙ্গে মিটিং করতে চেয়েছিলেন বাটলার। কিন্তু কোচের ডাকেও সাড়া দেননি মেয়েরা। অংশ নেননি কোচের সঙ্গে মিটিংয়ে। বুধবারও কেউ অনুশীলনে যাননি।

এ দিকে নারী ফুটবলাররা অক্টোবরের পর থেকে আর কোনও বেতন পাননি। নতুন করে তাদের সঙ্গে চুক্তি করার কথা বাফুফের। সেই চুক্তি সেরে তবেই অনুশীলনে অংশ নিতে চান মেয়েরা। এর আগে ২০২৩ সালের জুলাই মাসেও বেতন বৃদ্ধির দাবিতে একবার ক্যাম্প বয়কট করেন সাবিনা-সানজিদারা।

জানা যায়,  পিটার বাটলারের অধীনে সিনিয়র ফুটবলররা অনুশীলন করতে আগ্রহী নন। গত বছর অক্টোবরে সাফ ফুটবলের সময় থেকেই বাটলারের সঙ্গে দূরত্ব বেড়েছে সাবিনাদের। সেই জেরে বাটলারকে কোচ হিসেবে আর চাননি মেয়েরা। কিন্তু তারপরও বাটলারকে আরও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে বাফুফে। এসব ইস্যুতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনায় বসতে চান ফুটবলাররা।

এদিকে বাফুফের সভাপতি এই মুহূর্তে ইংল্যান্ডে। একই সঙ্গে জাতীয় দলের ক্যাম্পও শুরু হয়েছে। অথচ বাফুফে সভাপতি ঢাকায় আসা পর্যন্ত অপেক্ষা না করেই তারা অনুশীলন বয়কট শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow