রাজাপুরে স্কুল শিক্ষকের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Jan 29, 2025 - 11:50
 0  11
রাজাপুরে স্কুল শিক্ষকের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি : যমুনা টাইমস

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে স্কুল শিক্ষকের নামে অপপ্রচারের প্রতিবাদে বুধবার দুপুর ১ টায় রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করেন পশ্চিম চাড়াখালী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ভুক্তভোগী শিক্ষক বরকত হোসেন।

তিনি লিখত অভিযোগ পত্রে বলেন, গত কয়েক দিন ধরে ফেইসবুকে ভিডিও সহ একটি পোষ্ট। যা আপনাদের নজরে আসলে আপনারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে দেখেন। আমি মোঃ বরকত হোসেন পশ্চিম চাড়াখালী বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক কিছুদিন পূর্বে আমার বড় ভাইয়ের সাথে পশ্চিম চাড়াখালী গ্রামের মোঃ শামীম পিতাঃ অজ্ঞাত খারাপ আচরন করায় আমি গিয়ে প্রতিবাদ করি। সেই থেকে এই শামীম আমার পিছু নেয় এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য নানা কুট কৌশলের আশ্রয় নেয়।

তারই ধারাবাহিকতায় গত শুক্রবার আনুমানিক ১১ ঘটিকার সময় আমি একজন মেহমানকে চা খাওয়ানোর উদেশ্যে চায়ের দোকানে গেলে আমাকে দেখে পরিকল্পিত ভাবে মা-বাবা এবং আমাকে উদেশ্য করে গালি-গালাজ করে। সাথে কয়েকজন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী নিয়ে আমার উপর চাড়াও হয়। আমি প্রতিবাধে করলে এবং জায়গা ব্যবহার করে বালু তুলতে নিষেধ করলে আমি বালির ব্যবসায় চাঁদা চাই বলে বার বার উচ্চারন করে।

কথিত শামীম ভিডিও করে এই শামীম সে নিজেই দীর্ঘদিন যাবত বালুর ব্যবসায় চাদা তুলে আসছে। নানা সময় মাদক ব্যবসায় এবং মাদক সেবনে বাদা দেওয়ার কারনে পরিকল্পিত ভাবে আমার উপরে মিথ্য, বানোয়াট ও ভিত্তিহিন অভিযো গতুলে যাহা সম্পূর্ন মিথ্যা এই শামীম, মফিজুল, ইলিয়াস এদের সাথে চাড়াখালী গড়ইয়ার ফ্যাসিষ্ট আওয়ামীলিগের ৩/৪ জন দোষরা জড়িত যাহারা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এদেরকে টাকা পয়সা অর্থদিয়া সহযোগীতা করেছে তাদের এমন কর্মকন্ডের তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা ইতমধ্যে লক্ষ্য করছেন এই শামীম কিছুদিন পূর্বে দক্ষিন চাড়াখালীর ৪/৫ জন লোককে পিটিয়ে মারত্মক যখম করছে এবংএলাকার প্রতিটি লোকের সাথে খারাপ আচরন করছে। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু কুচক্রি মহল মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট তথ্যদিয়ে আপনাদের সহযোগীতা নিচ্ছে।

এমন ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের সহযোগীতা ও লিখনীর মাধ্যমে আমাদের এলাকাকে মাদক চাঁদাবাজী এবং দখল বানিজ্য সহ বিভিন্ন অপরাধমুক্ত করতে পারি তাহার জন্য উপজেলা প্রশাসন ও আপনাদের একান্ত সহোযোগীতা কামনা করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow