রাঙ্গামাটিতে রাজবন বিহারে ৪৯তম কঠিন চীবর দান সম্পন্ন
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি
বিশ্বের সকল প্রাণীর হীতসুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনার মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ৪৯তম কঠিন চীবর দানোৎসব রাঙ্গামাটি রাজবন বিহারে চীবর উৎসর্গের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুপুরে দু’দিন ব্যাপী এ আয়েজনে আজ শেষ দিনে রাজবন বিহার মাঠ প্রাঙ্গনে এক জমকালো অনুষ্ঠানে শত শত পূর্ণ্যার্থীরা সকাল থেকে চীবর ও কল্পতরুসহ নানা প্রকার সামগ্রী নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়।
অনুষ্ঠানে প্রধান পর্ব শুরু হয় বিকেল ২টার সময় ভিক্ষু সংঘ মঞ্চে আগমনের মধ্য দিয়ে। এর পর ২৪ ঘন্টার মধ্যে জুম তুলা থেকে সুতা তৈরী করে বানানো সেই কঠিন চীবর সারিবদ্ধভাবে মঞ্চে আনা হয়।
পার্বত্য জনসংহতি সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ২৯৯নং আসনের সাবেক এমপি উষাতন তালুকদার তা ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান করেন।
এছাড়া পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্ঠপরিস্কারদান, বুদ্ধমূর্তিদান, হাজার বাতিদান ও নানাবিধ দান কার্য সম্পাদন করা হয়।
সভায় বিশ্বের সকল প্রাণীর হীতসুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে ধর্ম দেশনা প্রদান করেন রাজ বন বিহারের ভিক্ষু সংঘের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জনসংহতি সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ২৯৯নং আসনের সাবেক এমপি উষাতন তালুকদার, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক এ্যাডভোকেট দিপেন দেওয়ান ও রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ প্রমূখ।
What's Your Reaction?

