রাজাপুরে নাসিম আকনের পদ স্থগিতের প্রতিবাদে ঝাড়ু মিছিল

Jan 25, 2025 - 15:31
 0  4
রাজাপুরে নাসিম আকনের পদ স্থগিতের প্রতিবাদে ঝাড়ু মিছিল
ছবি : সংগৃহীত

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে উপজেল বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের পদ স্থগিতের প্রতিবাদে ঝাড়ু মিছিল করে রাজাপুর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে বিএনপি সাধারণ সম্পাদক নাসিম আকনের পদ স্থগিত করেছে জেলা বিএনপি। সেই সাথে তাকে বিএনপির সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

ঝালকাঠি জেলা বিএনপির ফেসবুক পেইজে বিকেল পৌনে ৪টায় পোস্ট দেয়া আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "ঝালকাঠি জেলা বিএনপি অধীন রাজাপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ নাসিম উদ্দিন আকন এর দলীয় পদ ২৫ জানুয়ারী হইতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সাথে সাথে তাকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক (দলীয় পদ স্থগিত) এর সাথে কোন প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনা দেয়া হলো।

এর আগে গত ৮ জানুয়ারি চাঁদাবাজির অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনকে শোকজ করেছে বিএনপি। নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির সদস্যের কাছে চাঁদা দাবি ও হুমকির বিষয়টি বিভিন্ন জাতীয় পত্রিকায় আপনার (নাসিম আকন) নামে সংবাদ প্রকাশিত হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির অধীনে উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকাবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ থাকায় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে কেন অব্যাহতি দেওয়া হবে না। তার উপযুক্ত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে জেলা বিএনপির নিকট জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিলো।"

এ ব্যাপারে নাসিম আকন জানান, আমাকে শোকজ করা হয়েছিলো। আমি তার জবাব দিয়েছি। এখন যদি আমাকে দলীয় পদ থেকে স্থগিত রাখে তাহলে আলহামদুলিল্লাহ। এরই প্রতিবাদে সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি ঝাড়ু  মিছিল বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর উপজেলা চত্বরে প্রতিবাদ সভা করে আবার কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিল টিশেষ হয়। এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবদল সদস্য তরুণ, মনির মোল্লা ও একাধিক নেতৃবৃন্দ।

তারা বলেন আমার এই আদেশ মানি না মানব না এটা বিএনপিকে দূর্বল করার পায়তারা। এই স্থগিত পত্র যদি অনাতিবিলম্বে প্রত্যাহার করা না হয় তাহলে লং মার্চ টু ঝালকাঠি করব সকল নেতাকর্মী মিলে। আগামীকাল বিকাল ৫ টায় আবারও বিক্ষোভ মিছিলের আহবান করে আজকের ঝাড়ু মিছিল শেষ করেন। এ সময় উপস্থিত ছিলেন সকল ইউনিয়নের  ওয়ার্ড পর্যায়ের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow