‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে

Jan 8, 2025 - 16:20
 0  1
‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দর থেকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দরে পৌঁছে। সেখানে তাকে স্বাগত জানান তার ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে ৭ বছর পর মায়ের দেখা পেলেন তারেক রহমান। মাকে পেয়ে জড়িয়ে ধরেন তিনি। এ সময় বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

এ ছাড়া বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।

এর আগে যাত্রাবিরতিতে কাতারের দোহা বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। এর আগে রাত ১০টা ৫৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন বিমানবন্দরে পৌঁছান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow