লালমনিরহাটে ইয়াবা-হেরোইনসহ মাদক কারবারি আটক

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় ইয়াবা ও হেরোইনসহ মোঃ নবিউল ইসলাম (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) হাতীবান্ধা থানার ওসি এ তথ্য নিশ্চিত করেন।
আটক মাদক কারবারির বাড়ি জেলার হাতীবান্ধা থানার বড়খাতা ইউনিয়নের পূর্ব দুয়ারী গ্রামে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় গত (১২ সেপ্টেম্বর) হাতীবান্ধা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে জেলার হাতীবান্ধা থানার ১নং বড়খাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দোলাপাড়া মৌজাস্থ জিগারঘাট নামক স্থান থেকে আসামী মোঃ নবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২০৬ (দুইশত ছয়) পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ (তিন) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ওসি বলেন, এ ঘটনায় আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
What's Your Reaction?






