সব জমা আছে প্রতিশোধের খাতায়, আর ভুল হবে না : অরুণা বিশ্বাস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন যে কয়জন অভিনয় শিল্পী ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম অভিনেত্রী অরুণা বিশ্বাস। আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর স্ক্রিনশর্ট প্রকাশ্যে আসতেই অভিনেত্রীকে নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়। গ্রুপে কথাপোকথনের এক পর্যায় তিনি ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শ দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন।
৫ আগস্ট সরকার পতনের পরই দেশ ছাড়েন তিনি। পাড়ি জমান কানাডায়। এখন সরব সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন ইস্যুতে নিজের মন্তব্য প্রকাশ করেন অরুণা। শুক্রবার (৩১ অক্টোবর) এক পোস্টে তিনি লিখেছেন, ‘সব জমা আছে প্রতিশোধের খাতায়, আর ভুল হবে না।’
অভিনেত্রীর ওই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সময় বহমান হলেও অতীত কখনোই অকৃতজ্ঞ ও বেঈমান কে ক্ষমা করে না।’ অন্য একজন লিখেছেন, ‘ভুল হলে মনে করে দেব।’
রেডিওতে অভিনয়ের মাধ্যমে শোবিজে কর্মজীবন শুরু অরুণার। ১৯৮৪ সালে নরেশ ভূঁইয়ার পরিচালনায় বিটিভির নাটক ‘এখানেই জীবন’-এর মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয়। চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৮৬ সালে। নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও পরিচালিত ‘চাঁপা ডাঙ্গার বউ’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন অরুণা।
উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো ‘দুর্নাম’, ‘সম্মান’, ‘কৈফিয়ত’, ‘দংশন’, ‘চরম আঘাত’, ‘বন্ধু বেঈমান’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘প্রেম শক্তি’, ‘মায়ের দোয়া’, ‘গরীবের বউ’, ‘শান’ ইত্যাদি।
What's Your Reaction?

