সরকারের ব্যর্থতার অভিযোগে গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন জুলাই যোদ্ধার

Oct 31, 2025 - 00:33
 0  2
সরকারের ব্যর্থতার অভিযোগে গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন জুলাই যোদ্ধার
ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি

২৪'র জুলাইয়ের আন্দোলনের চেতনায় দুর্নীতি মুক্ত দেশ গড়তে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে গেজেট থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদন করেছেন ফরিদপুরের জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে, জেলা প্রশাসক বরাবর আবেদন পত্রটি অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেনের কাছে জমা দেন তিনি।

আবেদনে আবরার নাদিম উল্লেখ করেন, জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে তিনি আহত হয়েছিলেন। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ করছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের চেতনায় দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়ার যে অঙ্গীকার করেছিল, এক বছরের বেশি সময় পরও তারা তা করতে পারেনি। এ বিষয়ে কার্যকর পদক্ষেপও নিতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অসংগতিমূলক কর্মকাণ্ড লক্ষণীয়।

আবেদনপত্রে আরও বলা হয়, ‘বিশেষ করে ফরিদপুরে বিভিন্ন প্রশাসনিক সেক্টরে অনিয়ম আগের মতো বহাল রয়েছে। একটি সিন্ডিকেটও ভাঙেনি। সঙ্গে অনিয়মও থেমে নেই, যা আপনারা সবাই অবগত আছেন। তাই আমি আমার নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার এবং মাসিক ভাতা (যদিও আমি নিইনি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম।’ পাশাপাশি তিনিও কোনো অনিয়ম করে থাকলে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জুলাই আন্দোলন চলাকালে ফরিদপুরের ছাত্রদের আন্দোলনে প্রথম হামলার ঘটনা ঘটে ১৬ জুলাই। সেখানে আবরার নাদিম ইতুসহ আহত হন ৫-৬ জন। পুরো আন্দোলনে ফরিদপুরে যে কয়জন সংগঠক কাজ করেছে তার মধ্যে অন্যতম আবরার নাদিম ইতু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow