সুনামগঞ্জে রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে লক্ষাধিক পথচারী, ঝুঁকিতে যান চলাচল

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার প্রধান একটি রাস্তা গৌরারং ইউনিয়নের টুকেরবাজার হতে ইনাতনগর প্রায় ৩ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঢালাই ভেঙ্গে কার্পেটিং উঠে মাটি সরে গিয়ে ছোট-বড় গর্তে ভরে গেছে সড়কটি। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে যায় পানি, সৃষ্টি হয় জলাবদ্ধতা, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিদিন স্কুল, অফিস ও বাজারে যাতায়াতকারী ৩০টি গ্রামের বাসিন্দা ও বিভিন্ন অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষকে এই ভাঙা রাস্তা পেরিয়ে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুই-ই অপচয় হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও জরুরি সেবা পরিবহন।
রবিবার (২০ জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়, এ অঞ্চলের বাসিন্দাদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রিক ঐতিহ্যবাহী টুকের বাজার, ও সুনামগঞ্জ সদর উপজেলায় যাতায়াতের একমাত্র প্রধান সংযোগ সড়কের অংশ এই রাস্তাটি। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটিতে বড় বড় গর্ত ও ঢালাই ভেঙে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একবার মাটি ফেলে সংস্কার করলেও বর্তমানে বৃষ্টির পানিতে রাস্তাটির দুপাশ দিয়ে মাটি নেমে গেছে এবং বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। উপায় না থাকায় এক প্রকার ঝুঁকি নিয়েই বর্তমানে যানবাহন ও পথচারীরা চলাচল করছে।
স্থানীয়দের অভিযোগ, জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। "প্রায় প্রতিদিন কেউ না কেউ এই রাস্তায় পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। কখনো বাইক, কখনো অটো রিকশা কখনো বা মালবাহী গাড়ি উল্টে যাচ্ছে।" এই রাস্তা দিয়ে এখন আর কোনো গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না।
গ্রামের শিক্ষার্থী সহ অনেকেই বলেন, আমাদের দুর্ভোগ দেখার কেউ নাই। বইপত্র নিয়ে প্রতিদিন খুবই কষ্টে যাতায়াত করতে হচ্ছে। আর বৃষ্টি এলে কাদা রাস্তা দিয়ে কোনো শিক্ষার্থী স্কুলে যায় না। আমরা চাই রাস্তাটি যেন সরকার দ্রুত পাকা করে দেয়।
What's Your Reaction?






