সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন না পেয়েও ধানের শীষের পক্ষে কাজ করার প্রত্যয় মাহবুবুর রহমানের

Nov 6, 2025 - 20:24
 0  3
সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন না পেয়েও ধানের শীষের পক্ষে কাজ করার প্রত্যয় মাহবুবুর রহমানের
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের মনোনয়ন না পেয়েও ধানের শীষের প্রার্থীর পক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার বিকালে জেলার জামালগঞ্জ উপজেলার রিভারভিউ পার্কে হাজারো জনগণের ভালবাসায় সিক্ত হয়ে তাদের উদ্দ্যেশ্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি ফাইন্যাল মনোনয়নের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আবারো আমার অতীত আন্দোলনে সংগ্রামের কর্মকান্ড বিবেচনা করবেন। জনগনের দোয়া ও ভালবাসা থাকলে আমি শেষ পর্যন্ত চেষ্ঠা করে যাবো। তার মানে এই না যে, আমি ধানের শীষের বিপক্ষে চলে যাবো। আমি ধানের শীষের লোক, আমি জীবনে কখনো ধানের শীষের বাইরে যাইনি, ভবিষ্যতে ও যাবো না।’

এর আগে ঢাকা থেকে ছুটে এসে জনগণের কাছে পৌছান তিনি। এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে আরো বলেন, ‘আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সে ভালবাসার মূল্য আমি কোনদিন আমার রক্ত দিয়েও শোধ করতে পারবো না। আমি আজকে প্রাথমিকভাবে মনোনয়ন বঞ্চিত তারপরেও আপনারা যে ভালবাসায় আমাকে সিক্ত করেছেন আমি সারজীবন আমার সর্বস্ব দিয়ে আপনাদের এই ভালবাসা ধরে রাখব। আমি সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকব।’

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, আজিজুর রহমান আজিজ, আজাদ হোসেন বাবলু, সদস্য নূরে আলম ফরাজী, যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow