সুন্দরবনে বিপুল পরিমান হরিনের মাংসসহ শিকারী আটক

জসিম উদ্দিন, মোংলা
সুন্দরবনে একশত তিন কেজি হরিণের মাংস ও তিনশ মিটার হরিণ শিকারের ফাঁদসহ এক শিকারীকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ডের একটি অভিযাবিক দল সুন্দরবনের অংটিআরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একজন হরিণ শিকারীকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ১০৩ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।
আটক হরিণ শিকারী খুলনার কয়রা উপজেলার আশরাফ আলীর ছেলে মো: মিজানুর রহমান।
জব্দকৃত হরিণের মাংস ও শিকারীকে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড এর এই কর্মকর্তা। তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
What's Your Reaction?






