সৌদি আরবে দেহব্যবসার অভিযোগে ৭ নারীসহ ১২ প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরানে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে গোপনে দেহব্যবসা চালানোর অভিযোগে সাত নারীসহ ১২ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। অভিযানের খবর নিশ্চিত করেছে সৌদি দৈনিক আল রিয়াদ।
এই অভিযান পরিচালনা করে নাজরান পুলিশের স্পেশাল টাস্কস অ্যান্ড ডিউটিজ ফোর্স, যা সমন্বিতভাবে কাজ করেছে জেনারেল ডিরেক্টরেট অব কমিউনিটি সিকিউরিটি ও অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিটের সঙ্গে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পাবলিক নৈতিকতা লঙ্ঘন ও মানবপাচারবিরোধী কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।’ খবর গালফ নিউজের।
অভিযুক্ত সবাইকে হেফাজতে নেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।তবে অভিযুক্তদের জাতিগত পরিচয় বা তদন্তের বিস্তারিত এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সৌদি আরবে দেহব্যবসা কঠোরভাবে নিষিদ্ধ। অনেক সময় এ-জাতীয় অভিযানে দেখা যায়, কেউ কেউ জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে এই চক্রে যুক্ত হন। এজন্য তদন্তে দেখা হয় সংশ্লিষ্টরা মানবপাচারের শিকার হয়েছেন কি না।এই মামলাটি এখন পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?






