২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’

Jul 20, 2025 - 21:58
 0  3
২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’
ছবি : সংগৃহীত

দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর অবশেষে পরপারে পাড়ি জমালেন সৌদি আরবের রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ। তিনি দেশজুড়ে 'স্লিপিং প্রিন্স' নামেই পরিচিত ছিলেন।

২০০৫ সালে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর তিনি কোমায় চলে যান। এরপর থেকে তিনি রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর সৌদি রাজপরিবার নিশ্চিত করেছে।

প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ ছিলেন সৌদি আরবের প্রয়াত কিং খালেদ বিন আবদুল আজিজ আল সৌদের নাতি। তার বাবা প্রিন্স খালেদ বিন মুসাইদ ১৯৮৫ সালে একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।

প্রিন্স আল ওয়ালিদের ইন্তেকালে সৌদি আরব এবং রাজপরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ওয়ালিদের দাফন রাজধানী রিয়াদের আল উদ কবরস্থানে সম্পন্ন হয়েছে।

তার দীর্ঘ কোমা ও মৃত্যু সৌদি আরবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, যেখানে চিকিৎসা ও দুর্ঘটনা নিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানানো হচ্ছে।

সূত্র: সৌদি গেজেট

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow