আজ জুলাই সনদের খসড়া দেওয়া হবে দলগুলোকে

Jul 28, 2025 - 14:42
 0  3
আজ জুলাই সনদের খসড়া দেওয়া হবে দলগুলোকে
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। ফাইল ছবি

সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, প্রধানমন্ত্রীর ক্ষমতাসহ কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মতবিরোধ থাকলেও সোমবারের মধ্যে সংস্কারের জুলাই সনদের খসড়া প্রণীত হবে। 

গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৯তম দিনের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, দলগুলোকে সোমবার সনদের খসড়া দেবে কমিশন। এরপর এতে মতামত দেবে দলগুলো। গতকাল সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে তিন অধিবেশনে প্রায় রাত ১০টা পর্যন্ত চলে সংলাপ।

এতে স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে দলগুলো। এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না– এ প্রস্তাবেও শর্ত সাপেক্ষে ঐকমত্য হয়েছে। বিএনপি এবং সমমনা দলগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি খর্ব করা না হয়, তবে তারা মেয়াদ নির্ধারণের প্রস্তাবে রাজি। 

এদিন সংবিধান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নারী আসনে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হলেও ঐকমত্য হয়নি। বিএনপি প্রস্তাব করে, আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলো অন্তত ৫ শতাংশ আসনে নারীদের মনোনয়ন দেবে। পরের নির্বাচনে ১০ শতাংশ আসনে নারীদের মনোনয়ন দিতে হবে। এ প্রস্তাব নিয়ে তৃতীয় অধিবেশনে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। 

সনদের খসড়ায় মতামত দেবে দলগুলো

জুলাই সনদে থাকবে– কী কী সংস্কার হবে। এতে সই করবে দলগুলো। চলতি মাসের মধ্যে এই সনদ প্রণয়নের কথা। আলী রীয়াজ বলেছেন, সনদের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। মতামত দিতে সোমবারের (আজ) মধ্যে দলগুলোকে তা দেওয়া হবে।

খসড়া নিয়ে সংলাপে আলোচনা হবে কিনা– এ প্রশ্নে আলী রীয়াজ বলেন, যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে, তাহলে আলোচনায় আনব। ১০টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়েছে। সাতটি বিষয় অসমাপ্ত। ৩টি বিষয়ে আলোচনা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow