আজকের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয় অচল করার ঘোষণা

May 26, 2025 - 15:43
 0  4
আজকের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয় অচল করার ঘোষণা
ছবি : সংগৃহীত

আজকের মধ্যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিল করা না হলে সচিবালয় অচল করার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। সেইসাথে সিএল ছুটি নিয়ে অফিস না করার সিদ্ধান্তও নিয়েছেন তারা।

সোমবার (২৬ মে) অধ্যাদেশটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। এখান থেকেই এমন ঘোষণা দিয়েছেন পরিষদের নেতারা।

আজ সকাল থেকে তৃতীয় দিনের মতো শত শত কর্মকর্তা-কর্মচারী দফতরের কাজকর্ম বন্ধ রেখে বিক্ষোভে যোগ দেন। এ সময় সচিবালয়ে প্রবেশের প্রধান গেটগুলো বন্ধ করে দেয়া হয়। সেইসাথে, অবস্থান ধর্মঘট পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগ ও জন প্রশাসন ভবনের সামনে।

পরিষদের নেতারা জানান, নতুন অধ্যাদেশের কারণে চাইলেই কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেয়া যাবে। আপিলের সুযোগও নেই। তাই অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় কর্মবিরতির পাশাপাশি সচিবালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকিও দেন তারা।

এর আগে, গত তিন দিন ধরে চলা আন্দোলনে নতুন অধ্যাদেশ জারি না করার দাবি জানিয়ে আসছিলেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। পরে গতকাল সন্ধ্যায় অধ্যাদেশ জারি করা হলে একে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে প্রত্যাহারের দাবিতে আজ কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow